Connect with us

মিরর বিশেষ

জেলা প্রশাসক কার্যালয়ের খোলা মাঠ যেনো বিনোদন পার্ক!

Published

on

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনার ও রেকর্ড রুম এবং পুরাতন ট্রেজারি ভবনের পরিত্যক্ত এলাকা এখন আড্ডাখানায় পরিণত হয়েছে। দিনের বেলা প্রেমিক-প্রেমিকার বিনোদনের জায়গা আর সন্ধ্যার পর নানা ধরণের অপরাধীদের আনাগোনা বেড়েছে। ডিসি অফিসের নাইটি গার্ড থাকলেও পাহারা না দেওয়ায় এমনটা হচ্ছে বলে অনেকে মনে করছেন। এতে করে ডিসি অফিসের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

জানা যায়, দিনের বেলা শহীদ মিনারের পেছনে প্রেমিক-প্রেমিকারা সময় কাটানোর নামে অন্তরঙ্গ মুহুর্তে লিপ্ত থাকে প্রকাশ্যেই। সন্ধ্যার পর পুরাতন ট্রেজারী ভবন, পরিত্যক্ত টয়লেট, পূর্বের তহসিল অভিজ এবং রেকর্ড কমের পাশে গাড়ি রাখার স্থানে মাদকসেবনসহ বিভিন্ন এলাকাগুলো নিরব হয়ে যায়। নিরাপত্তাকর্মী থাকলেও ঠিকমতো পাহারা না দেয়ায় সুযোগটি কাজে লাগিয়ে অনেকে ওই স্থানগুলোকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।

দিনের বেলা ও সন্ধ্যার পর শহীদ মিনারে জুতা পা দিয়ে প্রেমিক-প্রেমিকারা সেলফি তোলাসহ নানাকাজে জড়িত থাকেন। এতে করে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হচ্ছে। এ ছাড়া ডিসি অফিসের ওয়াকওয়ে রাস্তার পাশে দিন ও সন্ধ্যার পর বেঞ্চগুলোতে বসে প্রেমিক-যুগল কাটানোর নামে আমোদপূর্তি করে। এতে করে পথচারীদের চলাফেরা করতে বিব্রত হতে হয়। অনেকে মনে করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরের মাঠটি পার্কে পরিণত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির