Connect with us

জাতীয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কাপড় ব্যাবসায়ীর

Published

on

লাখাই উপজেলার বামৈ গ্রামের আনিছ(২২) নামে এক কাপড় ব্যাবসায়ী ট্রেনের ধাক্কায় আহত হয়ে মৃত্যু বরণ করেছেন। গতকাল শনিবার দিবাগতরাতে মাধবপুর থানাধীন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনাঘটেছে। সে ঐ গ্রামের রাব্বানী মিয়ার ছেলে।

সুত্রে জানাযায়, মৃত আনিছ রাজধানীর শনিআখরা এলাকায় কাপড়ের(ট্রিশার্ট) ব্যাবসা পরিচালনা করে আসছিলেন, ব্যাবসার উদ্দেশ্য এইদিন কাপড়ের মালামাল নিয়ে তার নিজ জেলা হবিগঞ্জের মাধবপুর থানাধীন শাহজিবাজার সংলগ্ন ফতেপুর হযরত শাহ সুলাইমান ফতেহগাজী (রহ:) ৩দিন ব্যাপী বাৎষরিক ওরসের মেলার ১ম দিন অংশগ্রহন করেন।একপর্যায়ে এইদিন দিবাগতরাতে তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রাতের খাবার খেতে শাহজিবাজার রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইন পারাপার হয়ে হোটেলে যায় সে।

হোটেল থেকে আসার প্রতিমধ্যে ওই রেললাইন পারাপারের সময় আকস্মিক একটি ট্রেন থাকে ধাক্কা দেয় তাকে। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ বলেন, হবিগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের পর রোববার নামাজে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায়  নিহত পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির