Connect with us

জাতীয়

নিষেধাজ্ঞা এলে মোকাবিলা করবে বাংলাদেশ: পররাষ্ট্রসচিব

Published

on

নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা না আসা নিয়ে এখনই অস্থিরতা বা ভীতির কোনো কারণ দেখছেন না পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ রকম কিছু এলে তা বাংলাদেশ মোকাবিলা করবে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে মতবিনিয়কালে এ কথা বলেন তিনি।
 
মার্কিন নিষেধাজ্ঞা এলে বাংলাদেশ কী ধরনের প্রস্তুতি রেখেছে– জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা সবচেয়ে খারাপটা চিন্তা করব কেন? আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির কথা। নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরাও আশা করছি, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেজন্য আমরা সবাই কাজ করছি।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘সমস্যা টুকটাক থাকবে এটা নিয়ে এগিয়ে যেতে হবে। কোন দেশ কী ভাবল বা কী করল সেটা নিয়ে আসলে এতটা দুশ্চিন্তা করার কিছু নাই।’

দেখুন : বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না: সিইসি

নিষেধাজ্ঞা এলে সরকারের দিক থেকে প্রস্তুতি নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্বের ব্যাপার আছে। আমরা সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্বাগত জানিয়েছি। তারা নির্বাচন প্রক্রিয়া দেখবে, সবকিছু দেখবে। কমনওয়েলথ থেকে বড় একটা দল আসছে। শহরে এনডিআই, আইআরআই দল রয়েছে, ইইউর দল রয়েছে। এ ছাড়া আরও অনেক পর্যবেক্ষক আসবে। আমরা আশা করছি, উৎসবুখর পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু করার পরও নিষেধাজ্ঞার ইস্যু এলে তা আমাদের মোকাবিলা করতে হবে।’

নির্বাচন পরবর্তীতে কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা এখন মনোযোগ দিচ্ছি, নির্বাচন যাতে আমরা অবাধ ও সুষ্ঠু করতে পারি। যুক্তরাষ্ট্রের দিক থেকে নির্বাচনে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছে। যেহেতু আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব সেই ভয় থাকছে না।’
 
মিয়ানমারকে কেন্দ্র করে গত কয়েক মাসে প্রচুর ভূ-রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে। তাহলে এ অঞ্চলে বাংলাদেশ কোনো ছায়া যুদ্ধের আশঙ্কা করছে কিনা উত্তরে মোমেন বলেন, যে কোনো ধরনের দ্বন্দ্ব, ছায়া যুদ্ধ বা অন্য কিছু আমাদের অভীষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। সেজন্য আমরা সবসময় চরম ধৈর্যের পরিচয় দিয়ে আসছি।

রোহিঙ্গাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্বে না জড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০১৭ সালে মিয়ানমার রোহিঙ্গাদের পাঠালে নানা রকমের উস্কানি ছিল। তবে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বলা হয়েছে, কোনো দ্বন্দ্বে না জড়াতে। কারণ, আমরা কোনো দ্বন্দ্ব চাই না।’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির