হবিগঞ্জ শহরের ঘটিয়া বাজার এলাকায় মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বিপ্লব কুমার রায় নামে এক কথিত আওয়ামীলীগের নেতা ।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা বেলা শহরের প্রাণকেন্দ্র ঘাটিয়া বাজার এলাকায় পকেট থেকে মোবাইল চুরি করতে গিয়ে জনগণের হাতে আটক হন ওই নামধারী আওয়ামী লীগের নেতা সুজন।
এ সময় তাকে আটক করে উত্তম – মাধ্যম দেয় স্থানীয় জনগণ পরে পালিয়ে গিয়ে একটি দোকানে আশ্রয় নেয় সুজন। বিপ্লব কুমার রায় সুজন হবিগঞ্জ শহরের চিরাকান্দি এলাকার বিজন রায়ের পুত্র।
স্থানীয়রা জানায়, চুরি করাই তার পেশা, মধ্যে চুরি ছেড়ে সুজন দীর্ঘদিন ধরে মাদক নিরাময় কেন্দ্রের নাম করে তার আরালে মাদক বিক্রি এবং সেবন করে আসতো, এর আগেও চিরাকান্দি এলাকায় মাতালামি করে চুরি করতে গিয়ে জনগণের হাতে উত্তম – মাধ্যম খায় সে এ সময় ভাইরাল হয় তার একটি ভিডিও। এমনকী আলোচিত লাখাইয়ের স্কুল শিক্ষিকার খুনী বিপ্লব কুমার রায় সুজনক ।