সামনেই হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের কাছে গিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা।
প্রথম ধাপে হবিগঞ্জ জেলার বানিয়াচং এবং আজমিরিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছে, ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নির্বাচন এবং তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাই উপজেলার নির্বাচন।
২০২৪ সালের অসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন ৬ জন। তার হচ্ছেন মোতচ্ছিরুল ইসলাম, মশিউর রহমান শামীম, মহিবুল ইসলাম শাহীন, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, সৈয়দ আশিকুর রহমান, মোঃ ওয়াশিম খান।
হবিগঞ্জ সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায় এবার ৬ জনের মধ্যে আলোচনায় আছেন দুই চেয়ারম্যান প্রার্থী, দু’জনেই আওয়ামী লীগের নেতা।
আলোচিত দুই চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এবং অপরজন হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। স্থানীয় ভোটাররা মনে করছে এই দুজন হেভিওয়েট পার্থী।
মোতাচ্ছিরুল ইসলাম পেয়েছে আনারস এবং মশিউর রহমান শামীম পেয়েছেন কাপ – পিরিচ ।