Connect with us

আইন - আদালত

মাধবপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

Published

on

পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

এসময় মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান সহযোগিতা প্রদান করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম।

Exit mobile version