লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামে পানিতে ডুবে হৌসাইন আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বামৈ পূর্ব গ্রামের আব্দুল বাছিরের ছেল। রবিবার (৭জুলাই ) এ দুর্ঘটনাটি ঘটে।
স্বজনরা জানায়, এইদিন সকালের দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলেন। এরই মধ্যে হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধায়
বাড়ির পাশ দিয়ে ভয়ে যাওয়া খালে তাকে ভাসমান দেখতে পায় স্থানীয়রা,পরে দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পূর্বেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মোঃ ইয়াহিয়া আহমেদ।
শিশু হৌসাইন এর মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার(শিশু)র মা বাবার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।