হবিগঞ্জের লাখাই উপজেলায় মাছ ক্রয় নিয়ে দুই আড়ৎদার লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারীসহ উভয় পক্ষের প্রায় ২০ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকালে বুল্লাবাজার ও সিংহগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা দেয়া হয়ে, গুরুতর আহত আলী হোসেন (৪০)কে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর নামক গ্রামে থেকে মাছ নিয়ে হুমায়ূন নামে এক মাছ বিক্রেতা বুল্লা বাজারে আসে মাছ বিক্রির জন্য।
পরে বাদশা ও মিয়া হোসেন নামে দুই আড়ৎদার দামদর শুরু করেন, একপর্যায়ে ‘আড়তদার মিয়া হোসেনের কাছে মাছ বিক্রি করতে সম্মতি হয় মাছ বিক্রেতা হুমায়ুনের বাবা, পরে আড়ৎদার বাদশা মিয়া জোরপূর্বক ঐ মাছ বিক্রেতার ছেলে হুমায়ুনের কাছ থেকে মাছ ক্রয় করে রেখে দেন। পরে এ নিয়ে দুই আড়ৎদারের মধ্যে বাকবিতণ্ডার পরবর্তী হাতাহাতির ঘটনাঘটে, পরে খবর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে
প্রথমে বুলাবাজার , তারপর সিংহগ্রাম নামক এলায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর মুঠোফোন কল দিলে রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
পরে উপ পরিদর্শক (এসআই) মোঃ জালাল আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, মাছ ক্রয় বিক্রয় নিয়ে সংঘর্ষের সুত্রপাত, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।