Connect with us

জাতীয়

সরকারি জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করেছে আওয়ামী লীগের নেতা

Published

on

লাখাই উপজেলার লাখাই বাজারের প্রবেশের রাস্তার ডানপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথীষ পাল।সরজমিনে গিয়ে দেখা যায়, লাখাই বাজারের একমাত্র প্রবেশ পথের পূর্বপাশে সরকারি রাস্তাসহ জায়গা দখল করে দুই তলা ভবন নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাবশালী নেতা যথীতষ পাল। যতীষ পাল লাখাই  বাজারের মৃত.যতীন্দ্র পালের ছেলে। যার ভয়ে বিগত দিনে এলাকার কোন মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি।

বিগত দিনে মূর্তিমান আতঙ্কের নাম ছিল যথীষ পাল।বর্তমানেও সে সেই প্রভাবেই অবৈধভাবে দখল করে আছে সরকারি জায়গা। সরকারি-বেসরকারি বা সংস্থার জমির বেআইনি দখল এরকম কর্মকাণ্ড করা হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড, এক লক্ষ থেকে চার লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।এমন শাস্তিযোগ্য অপরাধ থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে আইনিভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।সে আইনকে তোয়াক্কা করে অবৈধভাবে তার স্থাপনা বিল্ডিং নির্মাণ করলে তাকে কেউ বাধা দেয়নি।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা যতীষ পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি এ প্রতিনিধিকে বলেন সরকারের জায়গা আমার দখলে আছে সরকারের কোন সমস্যা নেই আপনাদের সমস্যা কি?সে আরও বলেন বামৈ, কালাউক রাস্তার পাশে অনেক জায়গায় অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করেছে, তাই আমিও করেছি।এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদা সুলতানা কে অবগত করলে,তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে বামৈ ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা রিপন সিংহ কে পাঠান।

এব্যাপারে বামৈ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিপন সিংহের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আমি সরজমিনে গিয়ে যতীষ পালের সাথে আলোচনা করেছি।যতীষ পাল তার দোতলা ভবনের সামনের অংশ সরকারি জায়গায় আছে বলে স্বীকার করেন। তিনি আরো বলেন এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি তিনি সার্ভেয়ার মাধ্যমে মাপযোগের ব্যবস্থা করবেন।

রিপন সিংহের সাথে কথা বলার পর উপজেলা  নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে আবার ফোনে যোগাযোগ করলে তিনি বলেন-আমি সার্ভেয়ার কে বলেছিলাম মাপযোগ করে প্রতিবেদন দেওয়ার। এখনো আমার হাতে প্রতিবেদন আসেনি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version