Connect with us

জাতীয়

হবিগঞ্জে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

Published

on

হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) জেলার লাখাই ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক গ্রামের কাউছার মিয়ার ছেলে ইপ্তি মিয়া (২২), লাখাই উপজেলার করাব গ্রামের ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮) এবং একই উপজেলার রাঢ়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েল ওরফে নুরুল ইসলাম (২৯)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গত ২১ অক্টোবর শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে ছাত্রদল কর্মী নূরে আলম স্বাধীনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। ইপ্তি মিয়া এই মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে, লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান, লাখাইয়ে গ্রেপ্তারকৃত ছাদেকুর রহমান ও নুরুল ইসলাম গত ৪ আগস্ট অনুষ্ঠিত ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের মোশাহিদ মিয়া এই হামলার অভিযোগে একটি মামলা করেন, যেখানে ৫৮ জনের নাম উল্লেখসহ মোট ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর ছাদেকুর ও নুরুল ইসলামকে হবিগঞ্জ সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির