হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে হাওরের পানিতে পড়ে যায়। এতে মিরজাহান মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে সুনারু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান মিয়া বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের ছেলে। তিনি উল্টে যাওয়া টমটমের চালক ছিলেন।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাটি বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। পথে টঅটোরিকশাটি সুনারু নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক মিরজাহান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার উপপরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ।