Connect with us

জাতীয়

অলিপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Published

on

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৫ জুন ৭নং নুরপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর রেলগেটের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মোসা শেখের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মুক্তার আলী (৩৪)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version