Connect with us

আইন - আদালত

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধার

Published

on

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর ইউনিয়নের কুশিয়ারা শাখা নদী থেকে মাথাবিহীন বস্তাবন্দি  একটি মরদেহ স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা না থাকা ও শরীরের অংশ বেশি পচেঁগলে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ পুরোনো। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু রাখাল বালক নদীরপাড় সংলগ্ন বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন৷ এরপর স্থানীয়রা পুলিশকে বস্তাবন্দি লাশের বিষয়টি অবগত করলে আজমিরীগঞ্জ থানার ওসিসহ পুলিশের একটি দল  ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আমরা ঘঠনাস্থলে পৌঁছে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করি। মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রযেছে তবে মরদেহটি নারী নাকি পুরুষ সেটি এখনো বলা যাচ্ছেনা। আমরা আইনানুগ ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি৷ 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version