Connect with us

রাজনীতি

ইউপি আ.লীগ-বিএনপি নেতা এক মঞ্চে!

Published

on

রাজিউড়া ইউনিয়নে টিসিবি (TCB) পণ্য বিতরণ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদরুল করিম দুলাল এবং বিএনপির বর্তমান সভাপতি হাফেজ শেখ উসমান গনিকে। বৃহস্পতিবার (২৬ জুন) আয়োজিত এ কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই দলের স্থানীয় শীর্ষ নেতারা একে অপরের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে “রাজনৈতিক সৌহার্দ্য” হিসেবে দেখলেও, কেউ কেউ একে দেখছেন “নাটকীয় মিলন” বা “স্বার্থের সমঝোতা” হিসেবে।

উল্লেখ্য, চেয়ারম্যান বদরুল করিম দুলালের বিরুদ্ধে গেল বছর ছাত্রজনতা আন্দোলনের সময় হামলার অভিযোগ ওঠে, যা নিয়েও তীব্র সমালোচনা হয়।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, “দুই দলের শীর্ষ নেতা একমঞ্চে—এটা বিরল ঘটনা। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে এই ধরনের সমঝোতা বা কৌশলগত অবস্থান গ্রহণ নতুন কিছু নয়।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির