Connect with us

আইন - আদালত

চার সমন্বয়কে উপরে হামলা : আটক ২

Published

on

হামলাকারী নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু | ছবি | ইন্টারনেট

হবিগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর সন্ত্রাসী হামলার ঘটনা দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

গতকাল (৯ মে) সন্ত্রাসীর হামলায় আহত হবিগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব মাহাদিসহ তিন সমন্বয়ক।

আজ (১০ মে) আহত সমন্বয়দের করা অভিযোগের ভিত্তিতে নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু নামে দু’জনকে আটক করা হয়েছে।

ছাত্রদের দাবি সিলেট পালিয়ে যাওয়ার সময় হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দুই হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

হামলার ঘটনার পর থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই হামলার নিন্দা জানাচ্ছেন
এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদা বেগম ফেসবুকে দাবি করছেন হামলার ঘটনায় সরাসরি জরিত একই কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হাসান সাকিব।

এ ঘটনায় হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্ব গতকাল (৯ মে)  রাতে শহরে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং হামলাকারীদের গ্রফতারে দবি জানানো হয় ।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, ওনার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ ছিল।

এ বিষয়ে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, আমরা থানায় অভিযোগ করেছি এরই ধারাবাহিকতায় দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।  মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো এফআইআর হয়নি হলে আপনাদের জানানো হবে এবং তিনি আরো বলেন আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করছি তখন সব কিছু বলা হবে। ” আপনারা কী ভাবে হামলাকারীদের সনাক্ত করলেন কোন সিসিটিভি ফুটেজ পেয়েছেন কী না ” প্রতিবেদকের করা এই প্রশ্নের উত্তরে আরিফ বলেন সিসিটিভি ফুটেজ আপনারা সাংবাদিক আপনারা বের করেন। ভিকটিম যা বলেছেন তাই সত্য।

এ বিষয়ে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদা বেগম বলেন, আমার ভাইদের উপরে হামলার ঘটনায় জরিত দুইজনকে গ্রফতার করা হয়েছে। ” জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করা হয়েছিল তারা কী আওয়ামী লীগের সদস্য যাদের গ্রফতার করা হয়েছে ” প্রতিবেদকের করা প্রশ্নে রাশেদা বলেন না তারা আওয়ামী লীগের কেউ না।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির