Connect with us

জাতীয়

চুনারুঘাটে খোয়াই নদী থেকে হাত-পা বাঁধা ছাত্র উদ্ধার

Published

on

 চুনারুঘাট উপজেলার পাকুরিয়ায় খোয়াই নদীর ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পৌরসভার বরাইল গ্রামের সিয়াম আহমেদ (১৫) নামের ওই মাদ্রাসা ছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে স্থানীয় লোকজন উদ্ধার করেন।

পরে শ^াস-প্রশ^াস চলছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।


থানার ওসি নুরে আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খোঁজে বের করা হবে। তবে ছাত্রটি কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছে।

Exit mobile version