Connect with us

জাতীয়

বানিয়াচংয়ে সেনা অভিযানে ইয়াবা ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক

Published

on

বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ জুন) উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী (গড়ের পাড় হাঁটি) থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই গ্রামের করিম মিয়া (৩৮) ও তার স্ত্রী রিজিয়া আক্তার (৩০)।  বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বানিয়াচং থানা পুলিশ। উল্লেখিত দিন পুুলিশ অভিযান চালিয়ে ১৩পিস ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ তাদেরকে আটক করে। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 


উল্লেখ্য, মাস দেড়েক পূর্বে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কলিম মিয়া গ্রেফতার হয়। কিছুদিন কারাগারে থাকার পর সে জামিনে বেরিয়ে আসে।

Exit mobile version