Connect with us

আইন - আদালত

চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ আটক  ১

Published

on

হবিগঞ্জের মাধবপুরে ছয়টি চোরাই গরু ও একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যানসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোররাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাধবপুর থানার পুলিশ মো: সালমান মিয়া (১৬) কে পিকআপ ভ্যানে করে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেন। সে সিলেট জেলার জালালাবাদ উপজেলার পাইকরিয়াজ,শিবের বাজার এলাকার মনির মিয়ার পুত্র।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আলতাফ মিয়ার পুত্র মো: সুজন মিয়া (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারের মো: নাছির ও মো: জুবেদ সহ কয়েকজন পালিয়ে যায়।

এর আগে বুধবার (৪ জুন)  রাত আনুমানিক ৩ টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র মো: রফিক মিয়ার  গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ গরুচোর চক্র ছয়টি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় চোর চক্রের এক সদস্যসহ ছয়টি গরু ও পিকআপ ভ্যান আটক করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির