Connect with us

আইন - আদালত

পিতার হাতে দুই সন্তানের জননী খুন

Published

on

পিতার হাতে দুই সন্তানের জননী খুন

হবিগঞ্জের নবীগঞ্জে পিতার হাতে খুন হয়েছেন পূর্ণিমা রানী দাস (২৫) নামের দুই সন্তানের জননী। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, ঘাতক পিতা মতিলাল দাস (৬২)কে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন | দখল আর বিপদ একসাথে

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে পূর্ণিমা কিছুদিন ধরে পিত্রালয়ে অবস্থান করছিলেন। সম্প্রতি এক যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় লজ্জা ও ক্ষোভে সোমবার দুপুরে ঘুমন্ত মেয়েকে জবাই করে হত্যা করেন মতিলাল দাস।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির