Connect with us

আইন - আদালত

মাধবপুরে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার 

Published

on

হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫ টায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে 

উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। ধৃত আসামিরা হলো, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নূরুল ইসলাম এর ছেলে মো: হান্নান (৩৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে  মো: জামাল মিয়া (২৭)।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, 

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির