Connect with us

দূর্নীতি

লাখাইয়ে ৩০ বস্তা সরকারি চাল মজুদ রাখার অভিযোগ

Published

on

লাখাই বাজারের একটি সারের গুদামে ত্রিশকেজিপ্রতিবস্তা, ৩০বস্তা (ভিডাব্লিউবি) সরকারি চাল মজুদ করে রেখেছে সোলেমান, অভি, খসরু নামে ৩ব্যক্তির নেতৃত্বাদীন একটি কালোবাজারী চক্র। তারা ঐ এলাকার স্থানীয় বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ চাল মজুদ করে রাখেন তারা। চাল মজুদকালের ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড রয়েছে এ প্রতিবেদকের কাছে, ভিডিওতে কালোবাজারী চক্রের সদস্য সোলেমানকে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার লাখাই ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) এর চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণ করার পর পর কি বা কিকরে ইজিবাইক(টমটম)যোগে ৩০বস্তা এ চাল বাজারের একটি সারের গুদামে এনে মজুদ করে তারা। আরও জানাযায়, রাতেই চালের বস্তাগুলি অন্যত্রে সরিয়ে ফেলা হবে। 

নাম প্রকাশ না করার শর্তে 

ইজিবাইক(টমটম) চালক বলেন, ১শ টাকার ভাড়া দেড়শ পাচ্ছি চাল কই গেল না গেল আমার দেখার বিষয় না, চাল গুলো এলাকার বড় ভাইদের বলে মন্তব্য করেন তিনি।

দেখাহলে অভিযুক্ত সোলেমানার সাথে কথা হলে তিনি বলেন, চাল ক্রয় করে এনেছি, চোরি করে নয়, চাল কি করব না করব আপনাকে বলতে হবে কেন। অপর অভিযুক্ত অভি,খসরুর সাথে সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি।

চাল বিতরণের বিষয়ে জানতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের সাথে কথা হলে তিনি বলেন, অক্টোবর মাসের (ভিডাব্লিউবি) প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে, চাল কালো বাজারে যাচ্ছে কি না প্রশ্ন করলে তিনি বলেন, তা জানিনা।

 এব্যাপারে কথা হলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, বৃহস্পতিবার হওয়ায় জনবল সংকট, তাৎক্ষণিক অভিযান দেয়া যাচ্ছে না। পরে কথা হলে লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, এটি ইউএনও সাহেবর কাজ, ওনার সাথে যোগাযোগ করেন।

একপর্যায়ে হবিগঞ্জ জেলা ভোক্তাঅধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার সাথে কথা হলে তিনি বলেন, আপনি ইউএনও এসিল্যান্ড স্যারের সাথে কথা বলেন, এগুলো আমার অধিদপ্তরের কাজ নয়।

উল্লেখ, কিছুদিন পূর্বে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজার বিক্রির ঘটনার টাকা বন্টন নিয়ে ফুলবাড়িয়া গ্রামের ডিলার খোকন সঙ্গীয় লোকজন বামৈ গ্রামের ডিলার আলামিনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন, বিষয়টি নিশ্চিত করেছন জনৈক জনপ্রতিনিধি।

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version