হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার রাণীগাও ইউনিয়নের নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছ থেকে হারুন মিয়ার হাত পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে।
নিহত হারুন রাণীগাও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিরাশী নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছে হারুন মিয়াকে (৪০) হাত পা বাঁধা অর্ধ গলাকাটা অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে রোববার দিবাগত (৩১ ডিসেম্বর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা হারুন মিয়াকে অর্ধ গলা কেটে মেরে রেখে গেছে।
এবিষয়ে ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এর সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় জন-প্রতিনিধিসহ চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি হিল্লোল বলেন, হারুন বাড়ীতে একা থাকতেন। তার স্ত্রী ও ছেলে মেয়ে শাশুড়বাড়ীতে রয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।