Connect with us

রাজনীতি

২৫ তারিখ দেশে ফিরছি,কেউ বিমানবন্দরে যাবেন না: তারেক রহমান

Published

on

তারেক রহমান নিজেই বলেছেন, ২৫ তারিখে আমি দেশে ফিরে যাব। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন।


তিনি বলেন, সবার কাছে দোয়া চাই। দয়া করে দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যেন আমাকে তা বাস্তবায়নের তৌফিক দেন। দেশ এবং দেশের মানুষের জন্য কাজগুলো যেন করতে পারি।

তিনি বলেন, আমি একটি বিনীত অনুরোধ করতে চাই। কী সেই বিনীত অনুরোধ। আপনাদের সঙ্গে আমি ১৮ বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সঙ্গে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে, আপনাদের সঙ্গে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আপনারা বিভিন্ন সময় যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার, আমার পরিবারের ও দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন যুগিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়,আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না।


তিনি বলেন, এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হতে পারে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি। এতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেবো তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নেব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য গিয়েছেন।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির