লাখাই উপজেলার মৌ-বাড়ি ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ দখল করে চলছে ধান শুকানোর কাজ। পাশাপাশি শিক্ষার্থীদের পানি পান করার নির্ধারিত কক্ষে বস্তা ভর্তি করে রাখা হচ্ছে ধানের স্তুপ, এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। গতকাল সোমবার অত্র বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করলে এই দৃশ্য লক্ষ্য করা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিবাবক, স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমানের যোগসাজে তার বংশধর রুবেল, লাভলী আক্তার পরিবারের লোকজন বিদ্যালয়টির ছাদ দখল করে প্রতিবছরই ধান শুকানের কাজ করে থাকেন,, এছাড়াও শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পানি পান করার কক্ষে বস্তাবর্তি করে রাখা হয় ধানের স্তুপ। এমনি খড়কুটো পর্যন্ত রাখা হয় বিদ্যালয়ের কক্ষের ভিতরে।
অভিযুক্ত লাভলী আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, ২/১দিনের মধ্যে ধান, খড়কোটা স্কুল থেকে নিয়ে যাবেন। অপর অভিযুক্ত রুবেলর সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, স্থানীয় একাধিক পরিবার বিভিন্ন মৌসুমে স্কুলের ছাদে ধানসহ বিভিন্ন ফসল শুকানোর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে, এমনি শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে বলে জানান তারা। এব্যাপারে বিদালয়টির প্রধান শিক্ষক এখলাছুর রহমান বলেন, আমি তাদেরকে নিষেধ করে দিলেও তারা অমান্য করে ধান শুকানোর কাজ করে থাকেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন কি না প্রশ্ন করলে তিনি সুদোত্তর দেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শিবলু বলেন, আমি তাদের কে নিষেধ করব যেন ধান স্কুলে না শুকায়। এব্যাপারে আলাপকালে লাখাই উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়ের ছাদ দখল করে যারা ধান শুকানোর কাজ করছে এটা ঠিক নয়। শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।