লালমনিরহাট শহরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মত শোনো শোনার অলংকার চুরির অভিযোগে আটক ২২জন নারী সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার দিকে রোববার দুপুরে তাদের অতিরিক্ত সোপর্দ করা হয়। পরে তাদের পাঠানো হয় আদালতে। একটি নিষেধ করেছেন লালমনিরহাট পরিদর্শক মো: আমিরুল ইসলাম ।
এ ঘটনায় হবিগঞ্জের ১১ জন নারীকে আটক করেছে লালমনিরহাট পুলিশ।
আটককৃত নারীরা হলেন:
১. মাধবপুর উপজেলার বাঘাসুরার তাহের মিয়ার স্ত্রী বানেছা বেগম
২. সালাউদ্দিনের স্ত্রী জামেলা
৩. আবু সাঈদের স্ত্রী রুবিয়া
৪. কালিকাপুরের রশিদ মিয়ার স্ত্রী জুলেখা
৫. ইউনুস আলীর স্ত্রী সেগুন বেগম
৬. রূপনগরের সেন্টু উদ্দিনের মেয়ে সেলু
৭. সাতপাড়িয়ার তোফাজ্জল মিয়ার স্ত্রী ময়মুনা
৮. শায়েস্তাগঞ্জের বিশউড়া গ্রামের সুমনের স্ত্রী সুলতানা
৯. আলাপুর গ্রামের জমিরের স্ত্রী মিনারা
১০. লাখাইয়ের জিরুন্ডা মনপুরের শাহজাহানের স্ত্রী রুমা
১১. সদর উপজেলার উচাইলের মানিক মিয়ার স্ত্রী আমেনা