Connect with us

সারাদেশ

লাখাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষ

Published

on

ছবি | মনর উদ্দিন

 

লাখাই উপজেলার ধলেশ্বরী নদী সংলগ্ন কাইঞ্জা বিলের মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার পক্ষের জেলেদের ওপর অতর্কিত হামলা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগতরা ১১:০০ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ইজারাদার পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন এবং একটি বড় নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।

লাখাইয়ে অতিথি পাখি শিকারে তৎপর শিকারিরা

 ঘটনার বিবরণে জানা যায়, কাইঞ্জা বিলের ইজারাদার ও তার জেলেরা ঐ সময় বিলে মাছ ধরছিলেন। এ সময় হারিছ, আকাইদ, আসিক, লেয়াকথ, ফজল, মিজান, সালাম, জাহাঙ্গীর গং অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।হামলায়  ইজারাদার পক্ষের ইউনিয়ন আওয়ামীণ নেতা এনায়েত হোসেনের একটি কান দ্বিখন্ডিত করে দেন হামলাকারিরা। এছাড়াও তার সাথে থাকা জেলে

মারফত আলী, হারুন, বাবলুসহ অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় হামলাকারীরা ইজারাদারের মাছ ধরার কাজে ব্যবহৃত একটি বড় নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে ইজারাদার পক্ষ জানিয়েছে।

লাখাই স্বজন গ্রাম পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ইজারা পক্ষের লোকজনের ওপর এই হামলা চালানো হয়।মাছ চোরা চালান কারবারিদের সাথে ইজারা পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, পরে আমিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও একটি নৌকায় পুড়িয়ে দেয়ার ঘটনাঘটেছে।

হামলা ও নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির