ধুলিয়াখালে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষ
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ক্যারাম খেলায় সিগারেট খাওয়া বাজি ধরা নিয়ে একই গ্রামের দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা দফায় দফায় সংঘর্ষ হয়। পরে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ধুলিয়াখাল যান হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এবং হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন এলাকার গনমান্য ব্যাক্তিরা।
সংঘর্ষের ঘটনায় ধুলিয়াখাল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে থাকে প্রায় ৪ ঘন্টা পর্যন্ত। এ ঘটনায় অনেক দোকানে হামলা এবং ভাঙ্গচুর করা হয়েছে বলে জানিয়েছেন স্হানীয় কয়েকজন ব্যবসায়ী।
গ্রামের সচেতন মহল জানা যায়, দীর্ঘদিন ধরে ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট, মেইন পেয়েন্টের বিভিন্ন দোকানে ক্যারাম, লডু, গাফলা, এবং জোয়া খালা হয় । এতে করে এলাকায় মাদক, চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।
ইফতারের আগ-মুহুর্তে ক্যারাম খেলায় সিগারেট খাওয়া বাজি ধরে। এক পর্যায়ে বাজির টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। বিষয়টি বড় হলে গ্রামে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চালায় ।
সংঘর্ষে আহতদের আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র বলেন দীর্ঘ ৩ ঘন্টার চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়ে, এ ঘটনায় এখনো পর্যন্ত কতজন আহত হয়েছে তার খবর পাওয়া যায়নি।