Connect with us

মিরর বিশেষ

অনিকের স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

Published

on

মরহুম অনিক চৌধুরী স্মৃতি স্মরণে অনুষ্ঠিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোড়াকরি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাতাউক ক্রিকেট একাদশ। 

গত ১১ ফেব্রুয়ারি, রোববার এ টুর্নামেন্ট শুরু হয়েছিল। গতকাল বুধবার শেষ খেলায় সাতাউক ক্রিকেট একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পায়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর নতুন বাজার সংলগ্ন অনুষ্ঠিত এ খেলার শুরুতে ব্যাটিংয়ে নামেন সাতাউক ক্রিকেট একাদশ। ৬ ওভারে ১০২ রান সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বী দল মুড়াকরি ক্রিকেট একাদশকে ১০৩ রানের টার্গেট দেন। এদিকে ৬ ওভারে ৬৬ রান করে ৩৬ রান ব্যবধানে পরাজিত হন মোড়াকরি ক্রিকেট একাদশ।

সাতাউক ক্রিকেট একাদশের পক্ষে খেলায় উপস্থিত ছিলেন —সাতাউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি আবুল কালাম আজদ, বজলুর রহমান, ইউপি সদস্য সাহাব মিয়া, মো. লেচু মিয়া। মো. মঈন উদ্দিন, শাহবাল আহমেদ জনি, মো. আবুল কাশেম, গ্রীস প্রবাসী মোজাম্মেল হোসেন, নাজিম উদ্দীন, ইমাম হোসেন, মো. ওলি মিয়া, আব্দুস সামাদ প্রমুখ। 

এদিকে, মোড়াকরি ক্রিকেট একাদশের পক্ষে উপস্থিত ছিলেন —লাখাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া মুজাহিদসহ মোড়াকরি গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাতাউক ক্রিকেট একাদশের ক্যাপ্টেন মীর রাজিক আহমেদ বলেন —বিজয়ের অনুভূতি দারুণ। যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের টিমের প্রত্যেক খেলোয়াড়রা শুরু থেকেই তাদের শ্রম-মেধা ও চেষ্টা দিয়ে খেলায় অসামান্য অবদান রেখেছেন। এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

গ্রামবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যাপ্টেন রাজিক বলেন –শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামবাসী আমাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন। যা আমাদের জয় পেতে অনুপ্রেরণা যুগিয়েছে। প্রত্যাশা করছি —এবারের মতো আগামীতেও গ্রামবাসী আমাদের পাশে থাকবেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির