হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে গুরুত্বর আহত দুইজনকে সিলেট পাঠানো হয়েছে।
নিহত ট্রাক চালক মাধবপুর উপজেলার শাহজাহান পুর গ্রামের ৪২ বছর বয়সি আলিম মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জের নূরপুরে দূর্ঘটনাটি ঘটে। এসময় প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মিতালি পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল আর অপর দিক থেকে বালু বাঝাই ট্রাক যাওয়ার পথে ছিল। এসময় বাস অন্য একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে ট্রাকের লেনে চলে যায় বাসটি। এসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চালক নিহত হন। আর বাসে থাকা যাত্রিদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন।
পরে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ট্রাক কেটে ও পুলিশের ক্রেনের সাহায্যে চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউসার আহমেদ।
তিনি জানান, দূর্ঘটনার কবলিত গাড়িগুলো সড়কে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুইঘন্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
রাত ৯টায় তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় আছেন। মরদেহ হস্তান্তরের কাজ চলছে।