Connect with us

জাতীয়

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

Published

on

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

বুধবার দুপুর ১টার দিকে হঠাৎ আগুন লাগলে কারখানার নিরাপত্তাকর্মীরা প্রথমে নিজেরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে জয়দেবপুর স্টেশনসহ বিভিন্ন স্থান থেকে নয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির