এবার নতুন রুপে সাজানো হচ্ছে দশ ভূজা সংঘ।
৯ অক্টোবর মহা ষষ্ঠী দিয়ে শুরু হবে দূর্গা পূজা।
সেই উপলক্ষে সদর উপজেলার চাঁনপুর ঠাকুর বাড়ি পুজো মন্ডব এবার ভিন্ন ভাবে সাজানো হচ্ছে।
রঙ তুলি দিয়ে প্লেটে নানা ভাবে আর্ট করে যাচ্ছে,জয় চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, তূর্জ চক্রবর্তী ,রাজন মোদক, পিন্টু দাস,পায়েল মোদক, রাতুল,রুপন সহ আরো অনেকেই রঙ তুলি দিয়ে নিজ হাতে সাজানোর চেস্টা করতেছে তারা।
তূর্জ চক্রবর্তীর সাথে কথা বলে জানা যায় দশ ভূজা সংঘ এক যুগ উপলক্ষে তাদের এই উদ্যোগে।
তূর্জ বলেন তারা তাদের হাত খরচের টাকা দিয়ে প্লেইট ও রঙ তুলি কিনে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছেন।