Connect with us

আইন - আদালত

নবীগঞ্জে বড় ভাবীর হামলায় মা ও ১৫ মাসের শিশু সন্তান গুরুতর আহত: থানায় অভিযোগ দায়ের !!

Published

on

নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙা ইউনিয়নের রানীগাঁও গ্রামে পুর্ব বিরোধের জের ধরে মা ১৫ মাসের শিশু কন্যাকে প্রানে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় ভাসুরের স্ত্রী মাসকুরা বেগম গংরা,,

স্থানীয় সুত্রে জানা যায় : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের রানীগাঁও গ্রামের বাসিন্দা মৃত আরব আলী মিয়ার ছেলে অটোরিকশা শ্রমিক মঈনুল হক (৪৫) জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান , সেখানে কর্মরত থাকা অবস্থায়, যা টাকা পয়সা আয় রোজগার করছেন, সবকিছু বড় ভাই তোফাজ্জল হক (৫০) বড় ভাবির কাছে পাঠাতেন কিন্তু এসব সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বড় ভাই আর ভাবি টাকা পয়সা নিজেরাই আত্নসাত করে নেয় , এই নিয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েকবার শালিসি মিমাংসা করার চেষ্টা করেছে, কিন্তু তারা গ্রামের বিচারকদের কথা অমান্য করে শালিসি প্রক্রিয়া ব্যহত করে।

এছাড়াও ঘটনার দিন গত(০৪নভেম্বর)রোজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে আহত মঈনুল মিয়ার স্ত্রী তাহমিনা বেগম (২৭)নিজ জমিতে মাটি কাটতে গেলে মাসকুরা বেগম গংরা এসে বাধা দেয় এবং হুমকি ধামকি দেয়, পূর্ব পরিকল্পনামত কথা কাটাকাটির এক পর্যায়ে মাসকুরা বেগম গংয়েরা ঝাপিয়ে পড়ে তাহমিনা বেগম এর উপর এলোপাতাড়ি মারপিট করে অজ্ঞান করে ফেলে যায় এসময় তাহমিনা বেগমের ১৫ মাসের নিরীহ নিস্পাপ শিশুকন্যা রাইসা বেগমের উপরও হামলাও হামলা চালায় , তাদের আতর্কিত হামলায় মা ও শিশু কন্যা বেশ গুরুতর ভাবে আহত হয়, পরে স্থানীয় প্রতিবেশি এসে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন , এদিকে এই বিষয় নিয়ে রানীগাঁও গ্রামে বইছে আলোচনা সমালোচনার ঝড় , পাশাপাশি নিরাপত্তাহীনতা ভুগছে দিনমুজুর মঈনুল হক তার স্ত্রী সন্তান, তারা ভয়ে আতংকে মাঝে বসবাস করছে, এমনকি তাদের ভয়ে নিজ গ্রাম ছাড়া এই অসহায় পরিবার, এদিকে নিরাপত্তার জন্য এবং তাদের সন্ত্রাসী হামলা ও অবুঝ শিশু কন্যা কে প্রাণে মারার জন্য হামলার দায়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা, এবং প্রশাসন সহ সবাইর সহযোগিতা কামনা করেন!!

এই বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোঃ কামরুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ বিষয় খতিয়ে দেখবো, তাছাড়া নিস্পাপ শিশু নির্যাতন কোনো ভাবেই কাম্য নয়!!

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির