Connect with us

জাতীয়

ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না-জিকে গউছ

Published

on

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি অতিতে দুর্নীতি করি নাই, ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। কোনো দুর্নীতিবাজের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি প্রমাণ করব, জি কে গউছ আর আবু জাহির এক জিনিস না। তিনি গতকাল শুক্রবার রাতে দরিয়াপুর বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় জি কে গউছ আরও বলেন- জনগণকে যারা ভালবাসে, তারা কোনো দিন পরাজিত হয় না। মানুষকে ভালবাসতে পারলে ভোটের অভাব হয় না। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল, ইসলামী মূল্যবোধের দল। আমরা বিএনপি করি, মানুষের পে কথা বলি, মানুষের দাবী নিয়ে আন্দোলন করি। জনগণকে নিয়েই বিএনপির পথচলা।

তিনি বলেন- দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কিভাবে দিতে হয় আমাদের তরুণ ভোটাররা তা জানে না। কারণ ভোটার তালিকায় তাদের নাম উঠেছে, কিন্তু তারা ভোট দিতে পারে নাই। অনেক প্রবীণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার আকুতি নিয়ে কবরে চলে গেছেন। এর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ। জি কে গউছ বলেন- নমরূদ ফেরাউনকে যেভাবে আল্লাহ ছাড়েননি, শেখ হাসিনাকেও ছাড়েননি। আওয়ামীলীগ খারাপ কাজ করেছে বলেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ দেশ ছাড়া। তাই আমরা যেন কেউ ভুলেও আওয়ামীলীগের পথে হাটার চেষ্টা না করি। মানুষকে ভালবাসতে হবে, সকল মানুষকে নিয়েই এই দেশে আমাদেরকে থাকতে হবে। কারণ পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। তিনি বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বিলম্বিত করতে চায় তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। ভোট হবে, প্রতিপ থাকবে, সুষ্ঠ প্রতিযোগীতা হবে, এটাই হচ্ছে গণতন্ত্র।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির