মাধবপুর থানা পুলিশ ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর ইউনিয়নের বেলঘর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও একটি কাভার্ড ভ্যান সহ মোঃ নাজমুল হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নাজমুল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
জালাল উদ্দিন লস্কর / মাধবপুর