মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের প্রায় ৩০০ মিটার দক্ষিনে রেল লাইনের পশ্চিম দিকের ঝোপের মধ্যে থেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(২৩ মে) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে এটি ১০ দিন আগে নিখোঁজ হওয়া বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়ার (৫৩) লাশ হতে পারে।ফারুক মিয়া আফজলপুর গ্রামের মৃত ছায়েব আলী মুন্সীর ছেলে।
স্থাণীয় সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, গত ১৩ মে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজারে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া।সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ফারুকের কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এ বিষয়ে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।তবে লাশ এ লাশটি ফারুকের কিনা তা নিশ্চিত করেননি।তিনি জানান লাশের যা অবস্থা ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় কনফার্ম করা সম্ভব নয়।
ফারুক মিয়ার ছেলে আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ‘লোকমুখে রেললাইনের পাশের ঝোপে লাশ পড়ে থাকার কথা শুনে ঘটনাস্থলে ছুটে এসে লাশের পরনের কাপড়চোপড় দেখে আমার বাবার লাশ বলে শনাক্ত করি।’
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করানো হবে।আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’