Connect with us

জাতীয়

মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

Published

on

হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি  আকাশ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্ত আকাশ মিয়া উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২৭ জুলাই দুপুর ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‍্যাব-৮, বরিশালের একটি যৌথ আভিযানিক দল পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় ভিকটিমের পরিবার মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২০২৫ দায়ের করেন। মামলার মূল অভিযুক্ত আকাশ মিয়া ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আকাশকে গ্রেফতারের বিষয়টি সোমবার ২৮ জুলাই দুপুর ২ টার দিকে  র‍্যাব-৯ মিডিয়া সেল এর মাধ্যমে নিশ্চিত করেছে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির