পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
এসময় মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম।