হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের পাটলী গ্রামে রুবিনা আক্তার (২২) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজনের দাবি এঐ গৃহবধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়েআলোচনা ও সমালোচনার ঝড় বইছে। জানা যায়, প্রায় দুই বছর পূর্বে একই গ্রামের ঘুরাব আলীর পুত্র রশিদ মিয়ার সাথে রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রাহিম মিয়া নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। সম্প্রতি রুবিনা আক্তারের সাথে তার শশুরবাড়ীর লোকজনের কিছু বিষয় নিয়ে মনোমালিন্যতা চলছিল। এরই মধ্যে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় রুবিনা আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজন ৯৯৯ কল দিলে,
সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। রুবিনার পিতা ফরিদ মিয়ার অভিযোগ, তার মেয়েকে স্বামী রশিদ মিয়া, ভাসুর কথির মিয়া, জালাল মিয়া, ননদ ফেরদৌস আরা, শশুর ছুরাব আলী, শাশুড়ী ফাতেমা খ্যাতুন সহ লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এদিকে ময়নাতদন্ত শেষে রুবিনার লাশ পারিবারিক দাফন করা কবরস্থানে হয়েছে।