লাখাইয়ে গোপালপুর গ্রামের আলোচিত ক্ষিতিশ হত্যা মামলার আসামী তপন সরকার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ঐ গ্রামের মৃত নৈয়দাবাসী সরকার এর ছেলে।
শনিবার (১৮মে) দিবাগতরাতে লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) চম্পক দাম সঙ্গীয় ফোর্স নাসিরনগর থানাধীন আসামী তপন সরকারের শশুর বাড়ী দক্ষিন সিংহগ্রাম থেকে গ্রেফতার করা হয়ে। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, তপন ক্ষিতিশ হত্যামামলার এজাহার নমীয় আসামী, গ্রেফতারকৃত আসামীকে রোববার (১৯ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।