সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ খ্রীঃ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে
গতকাল শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল এর সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা কেএম আব্দুস শাহেদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, তিনি তার বক্তব্যে বলেন, দেশে কাংখিত উন্নয়নে সমবায় ভিত্তিক কর্মকান্ডকে গতিশীল করতে, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশের বৃহৎ অর্জন সম্ভব হয়েছে।বেকারত্ব দূরীকরণে সমবায়সমিতি গঠনের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা সম্ভব। তাই সমবায়ের গতিশীলতা সৃষ্টিতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি শেখ ফরিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, করাব সমবায় সমিতির সভাপতি রাশিদা আক্তার প্রমূখ। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রদ্যুত দাশ। আলোচনা সভার আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথি বৃন্দ।