নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ তারিখের লকডাউন কর্মসূচি ঘিরে শায়েস্তাগঞ্জ ও আশপাশ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুল ইসলাম শাহেদের নেতৃত্বে তার মালিকানাধীন বরমপুর এলাকার ভিআইপি ব্রিকসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
বৈঠকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকার বিভিন্ন পয়েন্টে উৎপেতে থেকে গাড়িতে অগ্নিসংযোগ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিরোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায়।
গোপন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মহালদার, শেখ ই আর ইকবাল, আওয়ামী লীগ নেতা ইয়াসিনুল হক স্বপন, সুমন দেব, শানখলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রহিম উদ্দিন নেজু, সারোয়ার হোসেন এনি, সাইফুল ইসলাম সোহাগসহ ১০-১৫ জন নেতাকর্মী।
এ সময় তাদের সাথে ভিডিও কলে যুক্ত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার ও যুবলীগ নেতা ফরিদ হাসান।
নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকা এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সচেতন মহল।