হবিগঞ্জ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে গাঁজাসেবনের সময় ৭ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকালে মাদক অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। তাদের কাউকে কাউকে ৭ দিনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে প্রকাশ্যে মাদকসেবন করার কারণে জনসম্মুখেই তাদের আটক করা হয়।