হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগের টিকেট কাউন্টারের সামনে একটি গরু বেঁধে রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গরুটিকে দেখা গেছে একই স্থানে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টি জানে না বলে অস্বীকার করেছেন।
তবে একটি সূত্র জানায়, হাসপাতালের কতিপয় কর্মচারী মিলে গরুটি কিনে এখানে বেঁধে রেখেছেন। তারা আগামী ২৭ রমজানে এটি জবাই করে ভূরিভোজ করবেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে কোন কারণে গরু রাখা হবে এ ধরনের কোনো তথ্য জানা নেই। খোঁজ নিয়ে সরানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।