রাজনীতির সাথে জরিত থাকায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর অস্ত্রধারী বিএনপি-জামাতের কিছু নেতারা শহরের তিনকোনা পুকুরপাড় সংলগ্ন সাইফুদ্দিন ভ্যারাইটিজ স্টোরে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে।
গতকাল ( ৬ আগস্ট) দুপুর শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় অবস্থিত দীর্ঘদিনের পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান সাইফুদ্দিন ভ্যারাইটিজ স্টোরে হামলা চালায় রাজনৈতিক দূর্বৃত্তরা। এ ঘটনা দোকানের মালিক সাইফুদ্দিন ইকবালের উপরে হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুদ্দিন স্টোরের মালিক সাইফুদ্দিন ইকবাল তার বাবা এবং ভাইয়েরা আওয়ামীলিগের রাজনীতির সাথে জড়িত থাকার করনে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা করা হয়। আমরা ধারণা করছি সাইফুদ্দিনকে হত্যা করাই ছিল তাদের উদ্দেশ্য।
এ বিষয়ে সাইফুদ্দিনের ভাই জানান, আমাদের দোকান পুড়িয়ে দেয়া হয়েছে এবং মুসলিম কোয়ার্টারে অবস্থিত বাসায় হামলা এবং লুটপাট চালানো হয়।
আহত সাইফুদ্দিন ইকবাল জানান সরকার পতনের পর তিনি এবং তার পরিবার বিরোধী দলের রোষানলে পড়েছেন। তার পরিবারের কয়েক জন আওয়ামীলিগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি আরো জানান তার প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে নিরাপত্তার সঙ্কায় নিজ বাড়ি থেকে সরে বর্তমানে অনত্র অবস্থান করছেন।