Connect with us

দূর্নীতি

হবিগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়ে চরম গড়মিল

Published

on

হবিগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়ে চরম গড়মিলের অভিযোগ উঠেছে শায়েস্তানগরে অবস্থিত সূর্য্যমুখী জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। একই রোগীর রক্তের গ্রুপ দুইবার ভিন্ন দেখানোয় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।

সোমবার নবীগঞ্জ উপজেলার নাজমিন নামে এক নারী রক্তশূন্যতা নিয়ে হবিগঞ্জ শহরের সূর্য্যমুখী জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার রক্তের গ্রুপ দেখানো হয় বি+ (পজেটিভ)। এই রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রক্তদাতা পর্যন্ত আনা হয়।

কিন্তু রক্ত গ্রহণের আগে স্বজনরা সতর্কতার জন্য জেলা সদর হাসপাতালে রোগীর রক্তের গ্রুপ পুনরায় পরীক্ষা করান। সেখানে ফল আসে এ+ (পজেটিভ)—যা আগের রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

এই দুই পরীক্ষার ফলাফলে বিরাট অমিল দেখে আরও নিশ্চিত হওয়ার জন্য আবার সূর্য্যমুখী হাসপাতালে রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়। তৃতীয়বারের পরীক্ষায়ও আসে এ+ (পজেটিভ)।

একই হাসপাতালে দুই ভিন্ন রিপোর্ট—এতে আতঙ্কে পড়ে যান রোগীর পরিবার। তারা জানান, রক্তের গ্রুপ ভুল নির্ণয় গুরুতর ঝুঁকির কারণ হতে পারত। সামান্য ভুল হলেও এমন ঘটনার পর ভবিষ্যতে হাসপাতালের প্রতি আস্থা রাখা কঠিন।

এ বিষয়ে জানতে চাইলে সূর্য্যমূখি হাসপাতালের ম্যানেজার জাহাঙ্গীর রিয়াদ বলেন, ‘ভুলবশত এমনটা হয়েছে।’

সূত্র | দিনরাত

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির