Connect with us

লাইফস্টাইল

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

Published

on

মার্কিন-চীন শুল্ক স্থগিতের সিদ্ধান্ত ও ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ায় ভৌগোলিকভাবে ঝুঁকি কিছুটা কমেছে এ অঞ্চলে। এতে স্বল্প পরিসরে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে চাহিদা কমেছে স্বর্ণের। যার প্রভাব পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দামে।

ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, শুক্রবার ৩৩ ডলার ২১ সেন্ট কমে আউন্স প্রতি স্বর্ণের দাম নেমেছে ৩ হাজার ২শ তিন ডলারে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৩.৬২ শতাংশ।

বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে উল্টোচিত্র স্বর্ণের বাজারে। শনিবার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। রোববার থেকে ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। ২১ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ কিনতে হবে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকায়।

চলতি বছর ৩৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৩ বার আর কমানো হয়েছে মাত্র ১২ বার।

Exit mobile version