Connect with us

জাতীয়

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযান ৫ পলাতক আসামি গ্রেফতার

Published

on

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ৫ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে থানার ওসি দিলীপ কান্ত নাথের নির্দেশে একদল পুলিশ তাদের গ্রেফতার করেন।

তারা হল, বড়চর গ্রামের আলা উদ্দিনের পুত্র আশিক মিয়া, গিয়াস উদ্দিন, অলিপুর গ্রামের নিদান আলীর পুত্র সামছু মিয়া, লায়েক মিয়ার পুত্র শাহারাং সিং ও সুরাবই গ্রামের আকবর আলীর পুত্র শিপন মিয়া।

তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।

Exit mobile version