হবিগঞ্জে আজ এক দিনে তিনটি উপজেলায় ব্যাপক সংঘর্ষ হয়। এই উপজেলা গুলো হলো আজমিরীগঞ্জ. শায়েস্তাগঞ্জ ও বাহুবল এই তিন উপজেলায় এক দিনেই ব্যাপক সংঘর্ষ হয়।
১ সেপ্টেম্বর রবিবার সকালে আজমিরীগঞ্জে উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুরে ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে সংর্ঘষ শুরু হয়। প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবার শায়েস্তাগঞ্জ উপজেলার আলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমের মর্যাদা ও ন্যায্য মজুরির দাবিতে PRAN-RFL গ্রুপের শ্রমিকরা দুপুরে আন্দোলনে শুরু করে। এক পর্যায়ে এই আন্দোলন বড় রুপ ধারন করে। নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার পর খবর পেয়ে গণনাস্থলে আসে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনার চেস্টা করে। তখন পুলিশের সাথে শ্রামিকদের চলে দাওয়া পাল্টা দাওয়া ব্যার্থ হয় পুলিশ।
এক পর্যায়ের আসে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার পর সেনাবাহিনীর সাথে আলোচনা করেন শ্রামিকরা।
একই দিনে অর্থাৎ ১ সেপ্টেম্বরেই বাহুবল উপজেলায় সিএনজি পার্কিং করা নিয়ে কথা কাটা কাটি শুরু হয় পরে এটি রুপ নেয় ভয়ানক ভাবে। শুরু হয় দু’পক্ষের মাঝে সংর্ঘষ আহত বেশ কয়েকজন।