Connect with us

দূর্নীতি

হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মস্থলে নেই লিফটের অপারেটর, ভোগান্তিতে সাধারণ রোগীরা

Published

on

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ৮ম তলা ভবনে কাগজে কলমে লিফটের অপারেটর থাকলেও কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।

এতে করে রোগী নিয়ে স্বজনদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। লিফট চালানো না জানা, বিদ্যুৎ চলে গেলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টির পাশাপাশি সচেতনতার অভাবে অনেকে লিফট ব্যবহার করতে পারছেন না।

অনেকের অভিযোগ- লিফট অপারেটর যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে এমন সমস্যা হতো না। এ ছাড়া মাঝে মাঝে লিফট বিকল হয়ে গেলেও অপারেটর না থাকায় দুর্ভোগ বাড়ে। 

গত জুন মাসে আউটসোর্সিংয়ের ভিত্তিতে বেশকিছু সংখ্যক লোক হাসপাতালে নিয়োগ দেয়া হয়। নিয়োগ দেয়া হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। নিয়োগকৃতদের মধ্যে বেশির ভাগ লোক নিয়োগ দেয়া মুখ দেখে।

যে কারণে অনেকে তাদের দায়িত্ব পালন না করে কেউ কেউ এ চাকরির পাশাপাশি ব্যবসাসহ বিভিন্ন কাজে মত্ত থাকেন। ফলে রোগী বা তার স্বজনরা হন সেবা বঞ্চিত।

২ জন লিফট অপারেটর ৮ ঘন্টা করে ১৬ ঘণ্টা ডিউটির জন্য চুক্তিবদ্ধ হলেও তারা সর্বসাকুল্যে ১ ঘণ্টা ডিউটি করে বেতন নিচ্ছেন।

তাছাড়া গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, অপারেটরের চেয়ার আছে কিন্তু অপারেটর নেই। রোগীর স্বজনরা অভিযোগ করেন কোনো সময়ই তাদের দেখা যায় না। সম্প্রতি বেশ কয়েকবার লিফটে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। যা নিয়ে রীতিমতো হুলুস্থুল কান্ড পড়ে যায় হাসপাতাল পাড়ায়। 

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির