বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার বিরুদ্ধে সম্প্রতি রাশেদা বেগমের দেওয়া বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।
সংগঠনের সাবেক মুখপাত্র রাশেদ বেগম কর্তৃক একটি সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার , সদস্য সচিব মাহদি হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক চৌধুরী সামির শাকিল নাফিসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ বলে ব্যাখ্যা দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এই বক্তব্য কোনো দায়িত্বশীল রাজনৈতিক মনোভাবকে প্রতিনিধিত্ব করে না বরং এটি একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ।” এছাড়া সংগঠনটি দাবি করে, কেউ যদি ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কোনো অভিযোগ করে তবে তা যথাযথ প্রমাণসহ প্রাসঙ্গিক ভাবে উপস্থাপন করতে হবে, মিথ্যাচার নয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা সবসময় ন্যায়, সত্য এবং প্রগতিশীল রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো সদস্য ব্যক্তিগতভাবে কোনো পদে থাকলে তার বক্তব্য সংগঠনের দৃষ্টিভঙ্গি নয়।
তবে, সংগঠনটি রাশেদ বেগমের ব্যক্তিগত মানসিক অসুস্থতা এবং মানসিক আঘাতের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং তার পরিবারকে আহ্বান জানাই যেন তার সঠিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।”
প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন আমিন মো. রকি, প্রচার ও মিডিয়া সেল সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখা।